ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে এপ্রিল ২০১৮

খেলার চমক বিভাগের মধ্যে ক্রিকেট নিয়েতো থাকবেই তার পাশাপাশি ফুটবলসহ অন্য খেলার চমক দিলে ভালো হয়।
- তোমার পরামর্শটি খুবই সুন্দর। তোমাকে ধন্যবাদ।
জিয়ারুল ইসলাম জুয়েল
পাইকেরছড়া, কুড়িগ্রাম

এক কাগজের উভয় পৃষ্ঠায় লেখা যাবে কি?
- না। এক পৃষ্ঠাতেই লিখতে হবে।
তোহিদ হাসান, উজিরপুর, নবাবগঞ্জ

কিশোরকণ্ঠে আগে ধারাবাহিক রহস্য উপন্যাস, রম্যগল্প এগুলো ছাপা হতো। আবার চালু হলে ভালো হতো।
- হ্যাঁ সেটা দেখা যাবে ইনশাআল্লাহ।
মাসুম বিল্লাহ, শান্তিবাগ, মাগুরা

প্রতি বিভাগে লেখা পাঠাতে চাই। সব বিভাগে কি ছাপা হবে, নাকি একজন লেখকের একটা বিভাগে লেখা প্রকাশ হবে।
- একজন লেখকের সকল বিভাগেই কি এক সংখ্যায় লেখা প্রকাশ করা সম্ভব?
মারুফ আল্লাম নুরী
ধাপ-সাতগড়া, রংপুর

কিশোরকণ্ঠ প্রতি মাসে প্রায় কতগুলো প্রচারিত হয়?
- সব কথা কি জানার খুবই জরুরি। থাক না দু’একটা কথা আড়ালে আবডালে।
রবিউল আউয়াল
রানীনগর, চাঁপাইনবাবগঞ্জ

আপনাদের রংতুলি বিভাগে তৈরিকৃত দৃশ্য এবং ১ কপি ছবি আপনাদের ইমেইলে পাঠালে হবে?
- হ্যাঁ হবে।
এইচ এম মনির, সোনাইমুড়ি, নোয়াখালী

২০১৮ সালে জাতীয় কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা হবে কি? যদি হয় তাহলে পাতা দু’টি কেটে সেলাই করে পাঠাতে হবে নাকি এমনিতেই পাঠিয়ে দেব?
- যখন সেটা হবে তখনই সেটা দেখা যাবে।
সুলতান মাহমুদ
রানীনগর, চাঁপাইনবাবগঞ্জ

আমরা সময় মত পত্রিকা হাতে পাই না। তাই বলতে পারো, শব্দ ধাঁধার উত্তর পাঠাতে পারি না। আপনাদের চাটখিলের কোনো এজেন্ট থাকলে দ্রুত কিশোরকণ্ঠ পাঠিয়ে দেয়ার চেষ্টা করবেন।
- আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি দোয়া কর।
সামসুদ্দিন নাহিদ, চাটখিল, নোয়াখালী

বলতে পারো আর শব্দধাঁধা আছে সেগুলো কি মেইলে ছবি তুলে পাঠানো যাবে?
- না। ডাকে পাঠাবে।
হাফেজ ইশমাম উদ্দীন
সাতকানিয়া, চট্টগ্রাম
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ