ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে সেপ্টেম্বর ২০১৮

কিশোর জিজ্ঞাসা বিভাগটি পুনরায় চালু করা যাবে কি?
-দোয়া কর। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে।
সুলতান মাহমুদ ফাহাদ
রানীনগর, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

আমি নতুন কিশোরকণ্ঠের কবিতা বিভাগে কবিতা পাঠাতে চাই?
- হ্যাঁ, তুমি নিয়মিত লিখতে পারো।
আব্দুল্লাহ বিন রায়হান
মধুপুর, শাজাহানপুর, বগুড়া

কিশোরকণ্ঠে অনুশীলনে ছড়া পাঠানোর ব্যাপারে নির্দিষ্ট কোনো তারিখ নেই। মাসের কত তারিখের মধ্যে পাঠালে ভালো হয়?
- যেকোনো সময়ে পাঠাতে পারো।
নাফিস উদ্দীন ফুয়াদ
ঈশ^রদী, পাবনা

কবিতা যদি এক পৃষ্ঠার অধিক হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা জানাবেন?
- ছোট কবিতা হলেই ভালো হয়।
মোহাম্মদ উল্ল্যা
চাটখিল, নোয়াখালী

কিশোরকণ্ঠ সময়মতো হাতে পাই না। তাই বলতে পারো, শব্দধাঁধা, গল্প, কবিতা, হাসির বাকসোসহ এগুলো কিছুই সঠিক সময়ে পাঠাতে পারি না।
- কিশোরকণ্ঠ হাতে না পাওয়ার কারণ কী?
রেজাউল করিম সুজন
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ

কিশোরকণ্ঠে আমার কিছু লেখা প্রকাশ করতে চাই।
- হ্যাঁ, তোমার লেখাগুলি পাঠিয়ে দাও।
মিনহাজুর রহমান
সিলেট, ছাতক, সুনামগঞ্জ

মহাবিশ্ব নিয়ে নিত্য নতুন আবিষ্কার যেমন হকিংয়ের কৃষ্ণগহ্বর আবিষ্কার এসব নিয়ে নিয়মিত লেখা হবে কি?
- ইনশাআল্লাহ চেষ্টা করা হবে।
মেজবাহ উদ্দীন শামীম
চৌদ্দগ্রাম, কুমিল্লা
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ