ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে ডিসেম্বর ২০১৭

মাহমুদ মুন্তাসির সিয়াম
বাঁশখালী, চট্টগ্রাম
সাহসী মানুষের গল্প বিভাগটি পুনরায় চালু করবেন কি?
- ইনশাআল্লাহ দেখা যাক। তোমার পরামর্শটি আমরা বিবেচনা করে দেখবো।
রবিউল আউয়াল
শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
আমার এলাকায় কিশোরকণ্ঠের পাঠক বৃদ্ধি করতে সক্ষম হয়েছি।
- আলহামদুলিল্লাহ! তোমাকে অনেক ধন্যবাদ। তোমার অন্য বন্ধুকেও পাঠক বৃদ্ধির জন্য উৎসাহিত কর।
জাকারিয়া মোল্লা
মোল্লাহাট, বাগেরহাট
দয়া করে আমার চিঠির সাড়া দেবেন। ঝাঁপিতে এই প্রথম লেখা পাঠালাম। গ্রহণ করবেন কি?
- হ্যাঁ, এই তো এবার তোমাকে ঝাঁপিতে তুলে নিলাম। কী খুশিতো।
নোমান, বাগেরহাট
পত্রিকা সময় মত হাতে আসছে না। প্রতি মাসেই পত্রিকা পেতে দেরি হয়। একটু আগে পাঠানো যায় কি?
- সময় মতো পত্রিকাটি হাতে পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইনশাআল্লাহ।
আমি কোনো উপন্যাস পাঠালে সেটা কি ছাপা হবে?
- লেখা যদি ভালো হয় তাহলে ইনশাআল্লাহ ছাপা হবে।
মাহমুদুল হাসান
নোয়াখালী
পত্রিকাটি অনলাইনে কি পড়া যায়?
- হ্যাঁ যায়। কিশোরকণ্ঠের ওয়েবসাইটে ঢুকলেই পাওয়া যাবে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ