ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে মার্চ ২০১৮

মনির হোসাইন
নাভারণ, যশোর
অনেক সময় দেখা যায় যে, একই কৌতুক একাধিকবার আসে। পাঠক বিব্রত হয়। দয়া করে পরামর্শটা গ্রহণ করলে খুশি হতাম।
-এ বিষয়ে আরো সতর্কতা অবলম্বন করা হবে ইনশাআল্লাহ।

জাবেদ ইকবাল
হাজিরহাট, লক্ষ্মীপুর
নতুন কিশোরকণ্ঠে মুখোমুখি বিভাগটি কোন সংখ্যা থেকে দেয়া হতে পারে?
- সেটা এখনই বলা যাচ্ছে না।

শাহরিয়ার ইবনে রিসাদ
সোনাদীঘির মোড়, রাজশাহী
ভাইয়া আমি একটা সায়েন্স ফিকশন লিখেছি। আমি যদি তা মেইলে পাঠাই তাহলে কি তা ছাপা হবে? আর রাজশাহীতে কি আপনাদের কোনো এজেন্ট নেই? রাজশাহীতে কিশোরকণ্ঠ পাওয়া যায় না (আমি অবশ্য শুধু মেইন শহরে দেখেছি)
- তোমার লেখাটি মেইলে পাঠিয়ে দাও। পত্রিকা যেখানে পাবে সেখান থেকেই সংগ্রহ করে নিতে পারো। একটু খোঁজ করে দেখো তোমার পাশেই হয়তো কোনো এজেন্ট ভাইকে পেয়ে যেতে পারো।

মোছাদ্দেকুল ইসলাম
দিগটারী, রংপুর
আমি কিশোরকণ্ঠের পাঠক বৃদ্ধি করেছি। আমি কিশোরকণ্ঠের পুরাতন কপি নিতে চাই।
- পাঠক বৃদ্ধির জন্য তোমাকে মোবারকবাদ। পুরনো পত্রিকার জন্য সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ করো।

সুয়েল মাহমুদ, দেবীদাস, পঞ্চগড়
কিশোরকণ্ঠে এক সময় রহস্যভেদ নামক একটি বিভাগ ছিলো। বিভাগটি আবার চালু করা যায় কি?
-এই মুহূর্তে সেটা সম্ভব হচ্ছে না।

ফারুক আল ফাহাদ
বুড়িরচর, হাতিয়া, নোয়াখালী
আমি ২০১১-২০১৪ সালের সংখ্যাগুলো একসাথে পেতে চাই। কিভাবে পেতে পারি দয়া করে জানাবেন?
- তুমি সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ করো।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ