ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে জানুয়ারি ২০১৮

আসসালামু আলাইকুম। ভাইয়া আমি একটা গল্প লিখেছি। গল্পটা আমি পাঠাতে পারবো কি? জানালে খুশি হবো।
মোহাম্মদ ইউসুফ, সাতকানিয়া, চট্টগ্রাম
- হ্যাঁ পাঠিয়ে দাও।

সম্পাদক ভাইয়ার কাছে আমার অনুরোধ! ‘বলতে পারো’ প্রশ্নের উত্তর সঠিকভাবে যাতে ছাপানো হয়। একই সংখ্যার প্রশ্ন-উত্তর দুইবার দুই সংখ্যায় প্রকাশ পেয়েছে।
মো : আসিফ, মধুখালী, ফরিদপুর
- ইনশাআল্লাহ আগামীতে আরও বেশি সতর্কতা অবলম্বন করা যাবে। তোমার সুন্দর পরামর্শের জন্য মুবারকবাদ।

আমি প্রতিনিয়ত চেষ্টা করছি গ্রাহক ও পাঠক বাড়ানোর জন্য। আমাদের উপজেলা থেকে একটা বনভোজন করার জন্য আপনাদের পরামর্শ চাচ্ছি।
তালহা জোবায়ের, চুনারুঘাট, হবিগঞ্জ
- সুন্দর উদ্যোগ! আল্লাহপাক তোমাদের প্রচেষ্টাকে কবুল করুন।

কিশোরকণ্ঠ পত্রিকায় আগে কায়েস মাহমুদের ‘সাহসী মানুষের গল্প’ নিয়মিত প্রকাশ হতো। বিভাগটি আবার চালু করলে অনেক ভালো হতো। আশা করি বিষয়টি বিবেচনা করে দেখবেন।
মাসুম বিল্লাহ, শান্তিবাগ, মাগুরা
- তোমার চমৎকার পরামর্শের জন্য মোবারকবাদ। হ্যাঁ বিষয়টি বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।

কিশোরকণ্ঠে কি লেখা পাঠানো যাবে?
ইসলামুল হক তুষার, জলদী, চট্টগ্রাম
- হ্যাঁ যাবে। তুমি তোমার ভালো লেখাগুলো দ্রুত পাঠিয়ে দাও।

কিশোরকণ্ঠ পত্রিকায় আপনাদের ই-মেইল ঠিকানায় লেখা পাঠালে গ্রহণযোগ্য হবে কি? আপনাদের পত্রিকা পাওয়ার জন্য নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় এজেন্ট আছে?
মনির হোসাইন, সোনাইমুড়ী, নোয়াখালী
- হ্যাঁ ই-মেইলে লেখা পাঠানো যাবে।

বলতে পারো ও শব্দধাঁধা এই ইভেন্টগুলোর মধ্যে কি যেকোনো বয়সের লোক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে?
মাইনউদ্দিন তানজিল, আবিদপুর, কুমিল্লা
- এটাতো কিশোরদেরই বিভাগ। সুতরাং তোমরাই অংশগ্রহণ করলে ভালো হবে।

কিশোরকণ্ঠ কি শুরুতে পাঠানো যায় না? আমাদের হাতে শুরুতেই কিশোরকণ্ঠ না পাওয়াতে কাক্সিক্ষত অনেক লেখা পাঠাতে পারি না।
তাহসিন বিল্লাহ, বাঁশখালী, চট্টগ্রাম
- সময় মতো পত্রিকা পাঠানোর জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করছি। দোয়া করো।

আসসালামু আলাইকুম। আমি আগস্ট/১৭ মাসের বলতে পারো বিভাগের প্রতিযোগিতায় প্রথম হয়েছি। তবে দুর্ভাগ্যজনক সত্য আমি এখনও আমার পুরস্কারটি হাতে পাইনি। কবে পুরস্কার পাবো জানালে উপকৃত হবো।
লাবিব হাসান, গোহাইল কান্দি, ময়মনসিংহ
- আর একটু ধৈর্য ধরো। ইনশাআল্লাহ পেয়ে যাবে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ