ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে জুন ২০১৮

স্যার ইমেইলে লেখা দিলে তা কি গ্রহণ হয় না?
ইসলামুল হক তুষার, জলদী, বাঁশখালী, চট্টগ্রাম
- হ্যাঁ, হয়।
বলতে পারো উত্তর ও শব্দ ধাঁধার সমাধান পাঠানোর জন্য যে ছকটি রয়েছে তার বিপরীত পৃষ্ঠায় যেন গল্প-কবিতা না থাকে। একটু দেখবেন।
সুলতান মাহমুদ
- ঠিকই বলেছো!
আমাদের বিভিন্ন গল্প, ছড়া ছাপানো হয় কিন্তু প্রবন্ধ কি ছাপানো হবে? যদি আমরা পাঠাই।
তাওহীদুল ইসলাম, দেওয়ানহাট, চট্টগ্রাম
- হ্যাঁ হবে, যদি সেটা পত্রিকার উপযুক্ত হয়।
আমি ডিসেম্বর ২০১৭ সংখ্যায় শব্দধাঁধায় পুরস্কার বিজয়ী হয়েছি। আমার পুরস্কারটা কবে পাবো জানালে খুশি হতাম।
সুলতান মাহমুদ ফাহাদ, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
- একটু ধৈর্য ধরো, ইনশাআল্লাহ পেয়ে যাবে।
আমি একটি গল্প লিখেছি। এখন সেটা পাঠাতে চাই। সেটা কি টাইপ করে পাঠাতে পারব নাকি হাতে লিখে পাঠাতে হবে?
জোবাইর বিন ওমর, বাঁশখালী, চট্টগ্রাম
- হ্যাঁ টাইপ করে মেইলে পাঠিয়ে দাও।
কিশোরকণ্ঠে সকল প্রকার লেখা পাঠানোর শেষ তারিখ কত? এবং সেই তারিখ অতিক্রম করে দু-একদিন দেরি হলে কোনো সমস্যা হবে কি?
রবিউল আওয়াল, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ
- পত্রিকায় যে কোনো সময় লেখা পাঠানো যায়।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ