ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে জুলাই ২০২০

আমি নতুন কিশোরকণ্ঠের একজন নিয়মিত পাঠক। এখনতো বিশ্বের পরিস্থিতি ভালো নয়। এখন কি আপনাদের ঠিকানায় লেখা পাঠানো যাবে? আসলে আমি পুরনো পাঠক কিন্তু কখনো লিখিনি। আমি যদি লেখা পাঠাই সেগুলো কি এখন ছাপা হবে ?
বিবি আফসানা
মোল্লাপাড়া, সোনাইমুড়ি, নোয়াখালী
- তুমি মেইলে লেখা পাঠাও। লেখা ভালো হলে ছাপা হবে ইনশাআল্লাহ।

আমি কিশোরকণ্ঠ পত্রিকার খোলা ডাক, ঝাঁপি থেকে, বলতে পারো, শব্দধাঁধা, রংতুলি ইত্যাদি বিভাগে লেখা পাঠাতে চাই সেটা কোথায় লিখব আর কিভাবে পাঠাব জানালে উপকৃত হতাম। আর পরিশেষে জানতে চাই ২০২০ এই সালের কিশোরকণ্ঠ পাঠ প্রতিযোগিতা পরীক্ষা কবে হবে আর পরীক্ষা কিভাবে দিতে হয় জানালে খুশি হতাম।
খোকন মোজাহিদ
রংপুর সদর, রংপুর
- সকল লেখা মেইলে পাঠাতে পারো। পাঠ প্রতিযোগিতা কখন হবে সেটা সময়মতো জানানো যাবে।

কিশোরকণ্ঠ অনলাইন ওয়েবসাইটে অনুশীলন বিভাগটি চালু করলে খুবই ভালো হতো।
মো: ইয়াছিন আরাফাত
আইনুল হক ফাযিল মাদরাসা, ডিমলা, নীলফামারী
- ওয়েবসাইটে মূল পত্রিকার সাথে অনুশীলন আছে তো।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ