ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে

ঝাঁপি থেকে মে ২০১৭

এম তারেক মনোয়ার, বাঁশখালী, চট্টগ্রাম
- একটু ধৈর্য ধরো ভাই! ইনশাআল্লাহ পেয়ে যাবে।
কাদের বিল্লাহ, দৌলতপুর, খুলনা
- কবিতা ভালো হলে ইনশাআল্লাহ ছাপা হবে।
সুজন মাহমুদ নূর, রাজিবপুর, কুড়িগ্রাম
- তুমি সার্কুলেশন বিভাগের সাথে যোগাযোগ করো।
তানভীর হাসান, কর্ণঝোড়া, শেরপর
- এইতো তোমাকে ঝাঁপিতে তুলে নিলাম! কী খুশি তো? তোমার জন্য দোয়া করছি।
আবু তালহা, কর্ণঝোড়া, শেরপর
- না, ভাই! তুমি কিশোরকণ্ঠকে ভুলবে না, কিশোরকণ্ঠও তোমাকে ভুলবে না।
খালেদ সাইফুল্লাহ
শেখেরখিল, বাঁশখালী, চট্টগ্রাম
- ডাকঘর যদি দূরে হয় তাহলে বড়দের মাধ্যমে লেখা ডাকে পাঠাও।
জাবেদ ইকবাল
হাজীরহাট, কমলনগর, লক্ষ্মীপুর
- এই মুহূর্তে সেটা আর সম্ভব নয়।
মো. আল জোবায়ের
চান্দিনা, কুমিল্লা
- তুমি অফিস টাইমে ফোন করো ভাই।
ওয়াসিম আকরাম
শাহজাহানপুর, বগুড়া
- সত্যিই দুঃখজনক! তবে আরেকটু অপেক্ষা করো ভাই।
শাকিল মাহমুদ, সাতকানিয়া, চট্টগ্রাম
- তুমি আরও কিছু ভালো লেখা পাঠাও।
মো. মোশাররফ হোসেন
উত্তম হাজীরহাট, রংপুর
- তোমার প্রস্তাব বিবেচনা করা হবে ইনশাআল্লাহ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ