ঝাঁপি থেকে- নভেম্বর ২০১৮

ঝাঁপি থেকে- নভেম্বর ২০১৮

ঝাঁপি থেকে নভেম্বর ২০১৮

আমি যদি কিশোরকণ্ঠ পত্রিকায় কোন কিছু ছাপানোর জন্য পাঠাতে চাই তাহলে সেটা কত তারিখের মধ্যে পাঠাতে হবে?

- যেকোনো সময় পাঠাতে পারো।

মো: জহুরুল ইসলাম

খালিশা চাপানী, নীলফামারী

  আমার কাছে বেশ কয়েকটি হাসির বাকসো আছে। এগুলো কি চিঠিতে পাঠাবো? - হ্যাঁ পাঠিয়ে দাও।

মো: জাবেদুল ইসলাম ছোট বিঘাই, পটুয়াখালী

  অনেক আগে কিশোরকণ্ঠে ‘এসো ইংরেজি শিখি’ নামে একটি বিভাগ ছিল। বিভাগটি পুনরায় চালু করলে আমাদের জন্য ভালো হতো। - দেখা যাক ইনশাআল্লাহ।

গাজী মিল্লাত মাহমুদ

মোরেলগঞ্জ, বাগেরহাট

  ‘জেনে রাখা ভালো’ এবং ‘কিশোর জিজ্ঞাসা’ এ দু’টি বিভাগ পুনরায় চালু করা যাবে কি? - দেখা যাবে ইনশাআল্লাহ।

মাহমুদ মুন্তাসির সাঈদ

চকবাজার, চট্টগ্রাম

  আমার কাছে একটা ভ্রমণ এবং কিছু কবিতা আছে এগুলো কি পাঠাবো? - হ্যাঁ লেখা পাঠিয়ে দাও। তবে কোনো ছবি পাঠাতে হবে না!

আব্দুর রহমান সাকিব

সুবর্ণচর, নোয়াখালী

  নতুন কিশোরকণ্ঠে রসায়ন, জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং গণিত নিয়ে কোনো বিভাগ খোলা হবে কি? - তোমার পরামর্শটির জন্য ধন্যবাদ।

মেজবাহ উদ্দীন শামীম

চৌদ্দগ্রাম, মুন্সীরহাট

  ‘বলতে পারো’-এর উত্তরটা ইমেল এর মাধ্যমে গ্রহণ করা যায় না? ডাকযোগে অনেক সমস্যায় পড়তে হয়। - যে নিয়মে পাঠানোর কথা, সেই নিয়মেই পাঠাও।

মো: জহিরুল ইসলাম

খাজুরা, যশোর

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ