জ্ঞানের আলো

জ্ঞানের আলো

ছড়া-কবিতা অক্টোবর ২০১২

মাহমুদ শরীফ..

বাইরে যেতে হবেই আমায়
বুঝছো না কেন্ মাগো
অনুমতি চাইলে তুমি
শুধু শুধুই রাগো।

আমার জন্য কেন মাগো
ভাবছো খালি ছাই
জ্ঞানের বুলি পূর্ণ করে
আসবো ফিরে গাঁয়।
সেদিন তুমি দেখবে ও মা
তোমার দু’চোখ মেলে
জ্বালছে গাঁয়ে জ্ঞানের আলো
তোমার মানিক ছেলে।

তোমার ছেলের আলোয় যদি
গাঁও হয় আলোময়
অনুমতি দাও না মাগো
কিসের এতো ভয়?
বাইরে যদি না দাও যেতে
মনটা ভেঙে যাবে
জ্ঞানের আলো আসবে না গাঁয়
কেউ না আলো পাবে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ