জাগরণের দীপ্তরবি

জাগরণের দীপ্তরবি

ছড়া-কবিতা ইসলাম তরিক জুন ২০২৩

বিপ্লবী এক মহান কবি

আঁকেন যিনি দ্রোহের ছবি।

গ্রীষ্ম-শীতে

সাম্যগীতে

জাগরণের দীপ্তরবি।


সাত সাগরের মাঝি যিনি

দুঃসাহসী নাবিক তিনি।

মনের ঘরে

বসত করে

মানবগীতে তাঁকে চিনি।


জুলুমবাজের শক্তি নাশে

ছিলেন তিনি দেশের পাশে।

দেশের কথা

দশের কথা

তাঁর কবিতায় মুচকি হাসে।


লক্ষ কবির পঙক্তি ভিড়ে 

আছেন তিনি উচ্চশিরে।

মুক্তমনে

দীপ্তপণে

থাকবে অমর হৃদয় নীড়ে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ