চৈতালী-বৈশাখী

চৈতালী-বৈশাখী

ছড়া-কবিতা এপ্রিল ২০১৩

আল মাহমুদ


হঠাৎ এলো চৈত্র মাস
বছর গেল ঘুরে
ঝল্কে আকাশ-বাতাস-মাটি
চৈতালী রোদ্দুরে।
যেন হাওয়ার হল্কা ছুটে
নিঃশ্বাসে-প্রশ্বাসে
খরার গরম ঝরছে যেন
মরণ লাগা ঘাসে।
এই মাসেরও ছড়া বানাই
মড়ার ওপর ঘা
শুকনো গলায় ডাকছে কাউয়া
কা- কা- কা।
তারপরে তো বোশেখ এসে
ছড়িয়ে দেবে জল
মেঘের ওপর উড়বে হাওয়া
দেশ ভরা বাদল।
জল ছিটোবে মল পরা সব
গাঁয়ের মেয়েরা
ব্যাঙের বিয়ে দিতে গিয়ে
খুঁজবে ব্যাঙের ছা।
ব্যাঙ খুঁজতে আনবে ধরে
আস্ত কোলা ব্যাঙ
শুনতে কি পাও ব্যাঙের হাসি
গ্যাঙর গ্যাঙর গ্যাঙ!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ