চাঁদের হাসি

চাঁদের হাসি

ছড়া-কবিতা রেদওয়ানুল হক এপ্রিল ২০২৩

চিকন-চাকন চাঁদের হাসি

ঢালছে যে সুখ রাশি রাশি

বলছে কথা কী যে!

আনন্দে যাই ভিজে।


আজকে এমন লাগছে ভালো,

মনের কোণে জাগছে আলো!

ইচ্ছে করে পাখির মতো

যাই হারিয়ে নিজে।


আজকে আমার নেই কোনো রাগ?

ধুয়ে মুছে দেই শত দাগ!

ঘরে ঘরে উপচে পড়ে

কোরমা পোলাও ঘি যে।


আজকে আমি সবার সাথে,

গোলাপ বেলি জবার সাথে,

হাসি খেলি সারাটা দিন-

কেউ করে না ছিঃ যে!

(আহা)

আনন্দে যাই ভিজে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ