চাঁদ

চাঁদ

ছড়া-কবিতা আগস্ট ২০১১

আফসার নিজাম.......

একটা কিছু দেখি আমি
একটা কিছু দেখি-
সন্ধ্যা যখন ঘোমটা দিয়ে আসে
রঙ তুলিতে রাঙিয়ে আকাশ
মিষ্টি করে হাসে
নীল পাখিরা গানের সুরে সুরে
ডিগবাজী খায়
হাওয়ায় উড়ে উড়ে।

ঠাঁয় দাঁড়িয়ে আমি যখন দেখি-
একটা কিছু দেখি-
আমার সাথে পাড়ার ছেলে-মেয়ে
চোখ মেলে চায় দূরে
বিশাল আকাশ পুরে
বহুদিনের স্বপ্নগুলো উড়ে
নীল আকাশটা রাঙিয়ে দিলো
রঙে
বাহারী এক ঢঙে
ঢঙের মাঝে-
রঙের মাঝে- একটা কিছু আঁকা
হ্যাঁ হ্যাঁ একটুখানি বাঁকা
চাঁদ উঠেছে পিপুল গাছের নাকে
রূপার আলো ছড়িয়ে পাতার ফাঁকে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ