খোকার মন

খোকার মন

ছড়া-কবিতা কামাল হোসাইন এপ্রিল ২০২৩

ডাকছে ঘুঘু গাছের ডালে

হৃদয় শীতল করে

বাইরে যাওয়ার ইচ্ছেতে তাই

মন থাকে না ঘরে।


মন থাকে না ঘরে খোকার

মন হয়ে যায় দস্যি

সকল বাঁধন উপড়ে ফেলে

তাই করে সব নস্যি।


তাই ছুটে যায় পথের বাঁকে

ঘুমিয়ে রেখে একলা মাকে

মা জানে না তার খোকাটা

না ঘুমিয়েই ছুটল-

সবুজ গাছের চিকন ডালে

ফুলের মতো ফুটল।


গুনগুনানি মৌমাছি আর

পাখির গানে মুগ্ধ

এসব রেখে কে খেতে চায়

পনির পায়েস দুগ্ধ!


ফুলের বনে পাখির রাজ্যে

খোকাই এখন মত্ত-

পাখির সাথে তাই তো খোকার

কাজ রয়েছে কত্ত।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ