খুশির ঈদ

খুশির ঈদ

ছড়া-কবিতা আগস্ট ২০১১

আবুল হোসেন আজাদ........

সন্ধ্যেবেলায় একফাঁলি চাঁদ নীল আকাশের কোলে,
আম-কাঁঠালের পাতার ফাঁকে মিষ্টি হেসে দোলে।
মনটা যে তাই খুশির ছোঁয়ায় নাচল তা তা থৈ,
চারিদিকে জাগল সাড়া পড়ল যে হৈ চৈ।

মুয়াজ্জিনের আজান শুনে ভাঙবে ভোরে নিঁদ,
আর তখনই রাত পোহালে হবে খুশির ঈদ।
ঈদ মানে এক খুশির নদীর ছলকে ওঠা ঢেউ,
বুকের ভেতর কষ্ট পুষে রাখব না আজ কেউ।

সাগর সেঁচা মানিক পেলাম যেন ঈদে আজ,
এমন দিনে মিলব সবাই নেই আর কোন কাজ।
মন জুড়ে আজ খুশির হাওয়ায় রঙিন পাখির ডানা,
হাসি গানে ভেসে যেতে নেই তো বাধা মানা
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ