খুকুর বাহাদুরি

খুকুর বাহাদুরি

ছড়া-কবিতা সেপ্টেম্বর ২০১২

মোহাম্মদ মাহ্ফুজউল্লাহ..

সিংহ মামা ঘুমিয়ে আছে
খাঁচার ভেরত চুপটি
জাগলে পরে ধরবে ভীষণ
ভয়ঙ্করের রূপটি।
ছোট্ট খোকন বেজায় নিপুণ
ফন্দি-ফিকির আঁটতে
ঘুমন্ত সে-মামার কেশর
কচকচাকচ কাটতে।
ত্রস্তহাতে চালায় কাঁচি
নবীন নর-সুন্দর
বুকের ভেতর নেই যে খুকুর
ভয়-ভীতি কি একটু ডর।
কেশর কেটে সাবাড় করে
ক্ষণকালের মধ্যে
খুকুর বাহাদুরি কত
লিখবো ছোট পদ্যে?
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ