খুকি আমার । নাবিউল হাসান

খুকি আমার । নাবিউল হাসান

ছড়া-কবিতা মে ২০১৯

চোখ ছলছল শান্ত হৃদয়
মিষ্টি হাসির মুখ
ঘরের প্রদীপ খুকি আমার
বাড়ির বুকে সুখ।
ফুলের সাথে ভাব করে সে
ছবির মতো হাসে
মনের মাঝে স্বপড়ব বুনে
গানকে ভালোবাসে।
শ্যামল ভোরের রঙিন আকাশ
জয় করা তার চাই
পাখির গানে সুর মেলাবে
ভাব ধরে সে তাই।
পানকৌড়ি ডানায় ভেসে
ছাড়লে আবাসভূম
মেঠো পথের চিরল বুকে
হাঁটবে তাবাস্সুম।
মন জুড়ে তার রূপার কাঠি
ঝুম ঝুমা ঝুম বাজে
জোনাক হয়ে স্বপড়ব খোঁজে
আলোর ভাঁজে ভাঁজে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ