কোরবানি

কোরবানি

ছড়া-কবিতা অক্টোবর ২০১২

জুলফিকার শাহাদাৎ..

গরু নাকি মহিষ নেবো? নাকি নেবো ছাগল?
কিনতে গিয়ে পশুর হাটে আস্ত মাথা-ই পাগল!
এদিকে ডুশ ওদিকে ডুশ, গোবর ভরা পথ-
আব্বু বলে কিনবো এটা, ভাইয়ার আরেক মত।

পশুর হাটে হাঁটতে-হাঁটতে বেরিয়ে যায় দম
কোন্টা কিনি? কোন্টা কিনি? তাকাচ্ছি হরদম
লাল নেবো কি, কালো নেবো, নাকি নেব শাদা-
সিদ্ধান্তে আসতে পারি, হয়তো সিকি, আধা।

আজ এ বাজার, কাল ও বাজার ঘুরতে-ঘুরতে শেষে
পছন্দসই গরু কিনি গাবতলীতে এসে
এ গরুটি সাইজে বড়, লম্বা দু’খান শিং-
দেখলে যেন মনে হবে, সকল গরুর কিং।

কিংকে নিয়ে আমরা সবাই রওনা হলাম বাড়ি
পথে-পথে  থামিয়ে ওকে দেখলো পথচারি
ওদের মুখে কী উচ্ছ্বাস, কী যে গুণগান-
চৌধুরীদের এমন গরু, খোদার অবদান।

খোদাতা’লার এ অবদান আমরা সবাই জানি-
এ পশুটি হচ্ছে এবার পবিত্র কোরবানি

পশুই যদি কোরবানি হয়, কী প্রয়োজন এর?
মনের পশু কোরবানি হোক সকল মানুষের।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ