কিশোরকণ্ঠ

কিশোরকণ্ঠ

ছড়া-কবিতা আগস্ট ২০১২

আবদুল হাই শিকদার..

সুরকি দিয়ে মেকআপ করা রাস্তাগুলো জঘন্য,
সকালবেলা নাস্তা প্লেটে আসে খুবই নগন্য।
নগরজুড়ে চন্দ্র পিষ্ঠ তার আচরণ বন্য,
কোথাও নেই আরাম বিরাম সৎ মানুষের জন্য।

থাকলে ঘরে খুন হতে হয় চলতি পথে গুম,
হাইওয়েতে চলছে দেদার মানুষ মারার ধুম।
আইন আছে শৃঙ্খলা নেই বিচার নির্বাসনে,
কাটছে ইঁদুর সংহতি বোধ অতি সঙ্গোপনে।

কে যে আসল কে যে নকল বোঝার উপায় নেই,
ভণ্ডজনের ষণ্ডচালে হারিয়ে ফেলি খেই।

ঘরে আগুন বাইরে আগুন
সবাই বলে ভাগুন ভাগুন,
ভাগবো যে কোন্ গাঁয়ে,
চলার পথকে করতে নিথর
সাতরাজ্যির নোংরা ইতর
জমেছে যে সব পায়ে।

তবুও খানিক পা চালালে থমকে ওঠে চোখ,
শুকিয়ে কাঠ নদীর বুকে অশ্রুবিহীন শোকÑ
কষ্ট আনে আমার চোখে সবুজহারা গ্রাম,
ক’দিন পরে হারিয়ে যাবে এই গাঁয়েরই নাম।

জলদস্যু ভূমিদস্যু নদীর দখলদার,
চোরেরা সব সকল কাজের আজকে তবিলদার।

ঘনিয়ে ওঠে আকাশে মেঘ
নথিপত্রে নাই উল্লেখ
আসছে ধেয়ে এমনই কালরাত,
শঙ্কাতে যার বুক কাঁপে তার
আজকে তাদের নাই দরকার
চাইতো কেবল মুষ্টিবদ্ধ হাত।

কান পেতে রই যে সংহতির
কিশোরকণ্ঠে সেই প্রগতির
প্রতিধ্বনি শুনি,
অন্ধকারেও তারই ও নাম
মুছিয়ে দেয় ক্লান্তি ও ঘাম
স্বপ্নের জাল বুনি।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ