কিশোর

কিশোর

ছড়া-কবিতা আগস্ট ২০১২

আনোয়ারুল ইসলাম..

আজকে যারা কিশোর, তারা কালকে জাতির কর্ণধার
তাই নিজেকে গড়তে হবে জ্ঞান সাধনায় বারংবার।
তোমরা এখন কুঁড়ি আছো, ফুটবে যখন ফুল হয়েÑ
সেই সুবাসে দেশের কাজে ছুটবে সবাই নির্ভয়ে।

চারদিকেতে আহাজারি, অত্যাচারীর জয়োল্লাস
কেউ শোনে না, হায় রে মানুষÑ জীবন জুড়ে নাভিশ্বাস!
কাঁদছে শিশু কাঁদছে নারী সত্য কাঁদে শুধুই আজ
তবু ওরা বেজায় বেকুফ, সীমার যেন পাচ্ছে লাজ।
অমানিশার অন্ধকারে লুটছে ওরা পরের ধন
সর্বনাশা লোভের পাপে নষ্ট যে হয় সব অর্জন।
আকাশ জুড়ে আনাগোনা ঘন কালো মেঘমালা
সংশয়ে বুক থরো থরো, বিবেক-বোধে তাই জ্বালা!
খোদার আরশ উঠছে কেঁপে মজলুমের ওই ক্রন্দনে
জীবন মরণ বন্দী হেথায় অভিশাপের বন্ধনে।

দেশ ও জাতির এমন দিনে কিশোর যারা, তৈরি হও
সত্য ন্যায়ের ঝাণ্ডা উড়াওÑ তোমরা জেনো ক্ষুদ্র নও।
তোমার মাঝে সুপ্ত আছে বীর ওমরের রক্তবীজ
জাগাও তাকে, নাও চিনে নাও বন্ধুবেশী শত্রু, নিজ।
সাহস নিয়ে এগিয়ে চলো বাতিল হবেই ধূলিসাৎ
ভোর গগনে ফুটবে আলো, টুটবে ভয়ের তিমির রাত।
তোমার হাতে মুক্তি পাবে মানবতার শ্বেত সনদ
অত্যাচারীর কূট কামনা পারবে তুমি করতে রদ।
দুর্দিনের এই বন্দিশালায় জাগবে প্রাণের মহোৎসব
তোমার ঘৃণায় যাক্ ভেসে যাক্ নমরুদের ওই তুচ্ছ শব।

আর দেরি নয়, কদম কদম সামনে বাড়ো কিশোর ভাই
তোমরা জাতির আশার আলো, আজ তোমাদের ঐক্য চাই।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ