কার হুকুমে

কার হুকুমে

ছড়া-কবিতা জুলাই ২০১২

মুদাম্মাদ দারিন..

বর্ষাকালে আকাশ কালো
কার হুকুমে হয়
মেঘগুলিও আসে উড়ে
কার সে ইশারায়।

মেঘ গুড় গুড় শব্দ তোলে
আদেশ মেনে কার
ধরার বুকে বৃষ্টি নামে
কার করুণা অপার।

বৃষ্টি পেয়ে বৃক্ষরাজি
দুঃখ ভুলে হাসে
জলধারা পায় নতুন প্রাণ
চলার অভিলাষে।

সবকিছুতেই মহান প্রভু
আল্লাহ তা’লার হাত
তাঁর আদেশেই বাদল নামে
সকাল দুপুর রাত।

এসো সবাই সেই প্রভুরই
পথে চলি আজ
তাঁর দয়াতেই বেঁচে আছি
বলতে নাহি লাজ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ