কবি ফররুখ

কবি ফররুখ

ছড়া-কবিতা রিতা ফারিয়া রিচি জুন ২০২৩

পথের দু-পাশ সবুজ শ্যামল ভরা

গ্রামটা যেন দিচ্ছে মনে উঁকি

নাই যে এখন চৈত্র দিনের খরা

খেলছে বুঝি আমার সাথে টুকি।


চক্ষু দুটি ভোরের রোদে মেলি

বারান্দাতে ঠায় দাঁড়িয়ে থাকি

ঝিরিঝিরি হাওয়ার সাথে খেলি

মনভোলানো ছবি বুকে আঁকি।


গাঁয়ের মাঠের আলটা ধরে চলি

রিনিক-ঝিনিক নূপুর পরা পায়ে

মনের সাথে একলা কথা বলি

ইচ্ছেমতো ছুটছি ডানে-বাঁয়ে।


লম্বা চুলের বেণী আমার পিঠে

দুইটি হাতে রঙ্গিন কাচের চুড়ি

সাতসকালের রোদ যেন খুব মিঠে

কল্পনাতে পাখির মতো উড়ি।


কুহু সুরে গাইছে কোকিল পাখি

নিরিবিলি মুগ্ধ হয়ে শুনি

মায়াভরা কাজল কালো আঁখি

পাখির মতো স্বপ্ন মনে বুনি।


প্রিয় কবি এই এলাকায় থাকে

মাঝআইলের ছোট্ট সোনার গাঁয়ে

দেখতে গেলাম মধুমতির বাঁকে

কল্পনাতে কাব্য-ছড়ার নায়ে।


বলছি কথা নদীর স্রোতের সুরে

সবুজ প্রাণে আনন্দ দেয় দোলা

ছিলাম আমি কবির স্মৃতির সাথে

বিদায় নিলাম জোছনাভরা রাতে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ