কত অপরূপ ছড়া । আবদুল হালীম খাঁ

কত অপরূপ ছড়া । আবদুল হালীম খাঁ

ছড়া-কবিতা ডিসেম্বর ২০১৮

কত সুন্দর অপরূপ এ ধরা
কত হাজার উপকরণে ভরা।
চারদিকে কত আনন্দ হাসি
ফুল ফলে ভরা বৃক্ষ রাশি রাশি।

মরি সরি আহা এ কী অপরূপ
মরমে মরমে জ্বলে সদা ধূপ।
ভুবন ভরা এতো আনন্দ গীতে
চাই সবার সঙ্গে অংশ নিতে।

আমি চাই এখানে সকলের সাথে
দিনের আলো আর জোছনা রাতে
চিরদিন আনন্দে মেতে থাকি
অপরূপে ভরা জীবনের ছবি আঁকি।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ