ও শীত

ও শীত

ছড়া-কবিতা জানুয়ারি ২০১৩

কামাল হোসাইন..

ও শীত তুমি আর মেলো না থাবা
তোমার জন্যে কততো লোকের
বন্ধ নাবা-খাবা।

কততো লোকের ঘর-বাড়ি নেই
পথেই যাদের বাস,
তোমার এমন নগ্ন ত্রাসে
যাচ্ছে ভুলে শ্বাস।

নেই কাঁথা বা গরম কাপড়
ওদের হাতের কাছে-
তোমার এমন তাণ্ডবে কও
কেমনে তারা বাঁচে?

তাই তো বলি, ও শীত তুমি
যাও চলে খুব দূরে-
নইলে দেবো নির্বাসনে
বিজন অচিনপুরে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ