একুশ আসে

একুশ আসে

ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১২

নাসির হেলাল...

একুশ আসে
বছর ঘুরে আমের মুকুল নিয়ে
একুশ আসে
তরতরিয়ে পদ্মা মেঘনা দিয়ে।

একুশ আসে
শীতের শেষে, সঙ্গে কচিপাতা
ঝিরঝিরিয়ে
বহে বাতাস, লাগে নাতো ছাতা।

একুশ আসে
ডালে ডালে রক্তজবা হয়ে
একুশ আসে
শিমুল বনে রক্তনদী লয়ে।

একুশ আসে
জানিয়ে দিতে ভাষার ইতিহাস
একুশ আসে
জালিমদেরকে করে দিতে ফাঁস।

একুশ আসে
দাবি নিয়ে মায়ের ভাষার তরে
একুশ আসে
বাংলাভাষা তুলে দিতে ঘরে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ