একলা আমি

একলা আমি

ছড়া-কবিতা আগস্ট ২০১১

আবদুল কুদ্দুস ফরিদী.........
আমি একা থাকি,
বুকের ভেতর অনেক কথা গোপন করে রাখি।
আলেয়ারা জাগে নিশি রাতে,
ভয় পেয়ে যাই তাতে।
বনে বনে একলা বেড়াই ঘুরে,
পার হয়ে যায় পাহাড়-নদী ঝরনাধারা
বনবনানী দিগন্তমাঠ হাকালুকি কক্সবাজার
রাঙ্গামাটি চন্দ্রঘোনা কুতুবদিয়া মহেশখালী ময়নামতি
মধুমতি হলিণঘাটা কুমারখালী বেলঘড়িয়া কপিলমুনি
ঝিকরগাছা উজ্জয়নীপুরে;
দোয়েল শ্যামা ময়না টিয়া মাছরাঙাদের
মিষ্টি মধুর রঙিন সুরে সুরে।
ভোর সকালে মাঝদুপুরে বিকেল বেলা শান্ত সাঁঝে
নিশীথ রাতে একলা আমি চলি,
মটরশুঁটি, শ্যামল কোমল সবুজ কচি দূর্বা দু’পায় দলি।
সূর্য ওঠে পূর্বাকাশে- অস্তাচলে সূর্য ডোবে সাঁঝে,
পূর্ণ দিবস একলা আমি ব্যস্ত থাকি
নানা রকম কাজে।
হবে নাকি তুমি আমার সাথী,
এসো রঙিন ভুবন গড়ি,
রামধনুকের স্বর্ণরথে হেঁটে চলি-
ফুলের বাসে পাখির গানে মাতি।
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ