একতাই বল

একতাই বল

ছড়া-কবিতা গোলাম মোস্তফা জুলাই ২০২৩

একটা লতা ছিঁড়তে পারো তোমরা সহজেই

কিন্তু যদি দশটা লতা পাকিয়ে এনে দেই,

তখন তারে ছিঁড়ে ফেলা নয়তো সহজ কাজ

ছিঁড়তে তারে পাগলা হাতিও হয়তো পাবে লাজ।


একটা ছেলের সাথে যদি লাগাও মারামারি

হয়তো তারে হারিয়ে দিয়ে করবে বড়াই ভারী

কিন্তু যদি সেই ছেলেটার বন্ধু ও ভাই সবে

এক সাথে জুটে আসে, তখন কেমন হবে!


তখন তারে মারতে তুমি পারবে নাকো আর

মারা তে তো দূরের কথা, উল্টে খাবে মার।

এই যে সে দিন রামকে মতি মেরে গেল ছলে

সে তো কেবল ভাইরা রামের এগোলো না বলে।


কিন্তু সে দিন রহিমকে যেই মারতে এল মতি,

কেমন তরো জব্দ হলো, দেখলে তো ভাই রতি?

ধেয়ে এল এক সাথে যেই ভাইরা রহিমের

অমনি মতি পালিয়ে গেল, আসল না আর ফের।


এক সাথে সব থাকো যদি এমনি হবে ফল

বাড়বে মনের সাহস এবং বাড়বে বুকের বল।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ