ঈদের ছবি

ঈদের ছবি

ছড়া-কবিতা আগস্ট ২০১২

বিলাল হোসাইন নূরী..

ঈদের ছবি ফেরেশতাদের ডানায় মোড়া-
খুশির মাঠে হাঁকায় তারা চাঁদের ঘোড়া।
জান্নাতে আজ ঢেউ টলোমল দুধের নদী,
হুর-পরীরা ছড়ায় কেবল ফুলের তোড়া।

বাতাসে আজ ফেরদাউসের সুবাস ঝরে-
সবুজ আশার পাঁপড়ি জাগে মনের চরে।
ঈদ যেন এক ভালোবাসার রঙিন ছাতা-
স্নেহের ছায়া বিছিয়ে দেয় সবার ঘরে।

হাতের সাথে হাত বেঁধেছে প্রীতির লতা-
কণ্ঠে নাচে ‘ঈদ মোবারক’- মধুর কথা।
হৃদয় দিয়ে হৃদয় কেনার উৎসবে আজ-
দোল দিয়ে যায় অনাবিল এক চঞ্চলতা।

ঈদ যেন সব চাওয়া পাওয়ার স্বপ্নমেলা-
ওড়ায় শুধু সাম্য-প্রীতির রেশমি ভেলা।
বুকের সাথে বুক মিলানোর সজীবতায়-
মুগ্ধ মনেই যায় কেটে যায় সারাবেলা।

ঈদ যেন হয় প্রতিটি দিন, প্রতিটি রাত-
প্রভুর কাছে এই কামনা, এই মুনাজাত।


                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ