ঈদের চাঁদপাখি

ঈদের চাঁদপাখি

ছড়া-কবিতা আগস্ট ২০১২

রেদওয়ানুল হক..

ঈদের চারু চাঁদপাখিটা
কোথায় গেলো হারিয়ে
বাঁশের বনে কাশের বনে
খুঁজছি দু’চোখ বাড়িয়ে।
কোথায় গেলো কোথায় গেলো
চুলের ফিতা নাড়িয়ে
অপেক্ষাতে আছি কখন
বিকেল থেকে দাঁড়িয়ে।
মেঘের পরে মেঘ ভেসে যায়
আশার কুসুম মাড়িয়ে
কোথায় গেলো চাঁদপাখিটা
কোন গাঁয়ে ঘুম পাড়িয়ে?

একটুখানি উঠলে জেগে
মনের বিবাদ তাড়িয়ে
আকাশ বাতাস ভরবে সুখে
খুশির সীমা ছাড়িয়ে।


                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ