ঈদের চাঁদ

ঈদের চাঁদ

ছড়া-কবিতা সাজজাদ হোসাইন খান এপ্রিল ২০২৩

টিয়া পাখির ঠোঁটে

ঈদের চাঁদ ফোটে

জোসনা উমের চাঁদের ধূলা

ফেরেশতারা লোটে।


বেলী ফুলের মাথায়

চাঁদটারে কে হাতায়

সেখান থেকে ঈদের বিভা

ঝরছে মনের পাতায়।


বন হরিণীর ভুরু

চাঁদের বুঝি শুরু

গগন ফাটা খুশির বাদ্য

বাজছে গুড়–গুড়–।


ধলপরীদের পাখা

সাঁঝ আকাশে রাখা

লালের ছিটায় নীলের খাতা

চম্পা ফুলে ঢাকা।


ঈদের খুশি এলো

হিংসাটারে ফেলো

রক্তজবার রঙের মাঠে

হৃদয় ডানা মেলো।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ