ঈদের গান

ঈদের গান

ছড়া-কবিতা আগস্ট ২০১২

আমিনুল ইসলাম..

ঈদ খুশিতে ঘুম ভেঙে যায়
পায়রা ডাকে বাকুম বাক
মুমিন মনে বছর ঘুরে
খুশির দোলা ছড়িয়ে যাক।

গোলাপ জবার মুগ্ধ হাসি
ঘরে ঘরে হাসছে ওই
ঈদের দিনে জড়িয়ে ধরে
তৃপ্তি সুখে তাকিয়ে রই
ছোট বড় গরিব ধনী
জীবন হতে আজ পালাক।

বাঁকা চাঁদের হাসি দেখে
দোয়েল শ্যামার মিষ্টি গান
নানান স্বাদের খাবার খেয়ে
অরুণ তরুণ তৃপ্ত প্রাণ
নতুন পোশাক খোশ বারতা
সাধ্য মতো সব বিলাক।

প্রজাপতির পাখায় চড়ে
ঈদ এঁকে দেয় রঙিন মন
স্নিগ্ধ বাতাস ছড়ায় খুশি
মাতাল করা এক ভুবন
হাজার পাখির কোরাস ভাসে
পায়রা ডাকে বাকুম বাক।


                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ