ঈদের খুশি

ঈদের খুশি

ছড়া-কবিতা আগস্ট ২০১২

মতিউর রহমান মল্লিক..


ঈদের খুশি অপূর্ণ রয়ে যাবে ততদিন
খোদার হুকুমাত হবে না কায়েম
কায়েম হবে না যতদিন॥

যেখানে মানুষ অধিকার হারা
যেখানে জীবন দুঃখে-শোকে ভরা
সেখানে আকাশে ঈদের ঐ চাঁদ
মেঘেই ঢাকা যে চিরদিন॥

যেখানে জুলুম সীমা ছেড়ে যায়
কুফুরি বাতিল শুধু বেড়ে যায়
সেখানে মানুষের হৃদ্যাবেগ
থাকে না থাকে না অমলিন॥

যেখানে যখন কোরানের বিধি
হয়েছে ন্যায়ের চির প্রতিনিধি
সেখানে অনিশেষ খুশির আমেজ
পেয়েছে জনতা চিরদিন॥


                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ