ঈদের খুশি

ঈদের খুশি

ছড়া-কবিতা আগস্ট ২০১১

ইসমাঈল হোসেন দিনাজী...
ঈদের খুশি ঈদের খুশি আকাশভরা নীল,
সোনার কাঠি রূপোর কাঠি করছেরে ঝিলমিল।
ঈদের খুশি ঈদের খুশি উপচে পড়ে পাড়ায়,
খোকাখুকির সঙ্গে সবাই পথের দারে দাঁড়ায়।
নীল আকাশের কোনায় হাসে রূপোর চাঁদ
খুশির জোয়ার জাহান জুড়ে ভাঙলো আজি বাঁধ।
শান্তামনি কান্তামনি রহিম করিম ফারুক,
সবার মনে ভালোবাসা খুশির জোয়ার বাড়–ক।
হিংসে কালো দুষ্টুমি আর মন্দগুলো নাশুক,
নিজের মতো করে সবাই সবকে ভালোবাসুক।
ফিরনি পায়েস সেমাই বিলাও সবার ঘরে ঘরে,
ভালোবাসার বীজ বুনে দাও অন্তরে অন্তরে।
আতর আতর ঘ্রাণে ভরুক সব মানুষের প্রাণ,
অহর্নিশি বাজুক কানে মহান খুশির গান।
ধনী গরিব নেই ভেদাভেদ দুলছে সবার মন,
এমন ধারা বয়ে চলুক ভরুক এ ভুবন।
ঈদের খুশি ঈদের খুশি জোয়ার যেন নূরের,
সবাই যেন কাছের মানুষ কেউ না আজি দূরের।
এই ভাবনা থাকতে হবে আঁকতে হবে ছবি,
ভালোবাসার গান শুনেছেন আমার প্রিয় নবী।
ঈদের খুশি ঈদের খুশি শহর এবং গাঁয়ে,
রেলের গাড়ি চলছে ধেয়ে পাহাড় রেখে বাঁয়ে।
নদীর বুকে হাজার নায়ে দিচ্ছে মানুষ পাড়ি,
সবার মনে খুশির জোয়ার ছুটছে ঈদের বাড়ি।
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ