ঈদের খুশি

ঈদের খুশি

ছড়া-কবিতা আগস্ট ২০১১

আবদুল হালীম খাঁ....

ঈদের খুশি ঈদের খুশি
হাট বাজারে ভিড়ের মধ্যে
চলছে কনুই ঘুষাঘুষি।
ঈদের খুশি ঈদের খুশি
গরিব দুখীর ভাগ্যে কেবল
ছেঁড়া কাপড় আটার ভূষি।

ঈদের খুশি ঈদের খুশি
সারা বছর বুকে শুধুই
রঙ বেরঙের আশা পুষি।
ঈদের খুশি ঈদের খুশি
কান্নারত ছেলেমেয়ের
চোখের শুধু অশ্রু মুছি।

ঈদের খুশি ঈদের খুশি
ফেলনা হাড় কুড়িয়ে এনে
বাপবেটি জোরছে চুষি।
ঈদের খুশি ঈদের খুশি
আমরা দেশের বেকার-মজুর
কেমন করে কারে দুষি!
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ