ঈদের আলো । এ কে আজাদ

ঈদের আলো । এ কে আজাদ

ছড়া-কবিতা জুন ২০১৯

ঝোপের ধারে
বাঁশের আড়ে
উঠলো কে আজ হাসি রে!
সুখ আহা রে!
মন বাহারে
খুশির ভেলায় ভাসি রে!

নীলের দেশে
উঠলো ভেসে
কোন সে মনের খেয়ালে-
কিসের আশে
সন্ধ্যা হাসে
ঐ আকাশের দেয়ালে?

আজকে রোজা
যাবে বোঝা
পরের ক্ষুধা বুঝিলে,
নিজের সুখে
হাসি মুখে
পরের ব্যথা খুঁজিলে।

পরের ক্ষতি -
ভিন্ন মতি,
কাটতে মনের রাতি ভাই,
দুখের ঘরে
সুখের তরে
জ্বলবে আলোর বাতি ভাই।

মিথ্যা রেখে
সত্য ডেকে
আনতে যদি পারি গো,
টুটবে কালো
ঈদের আলো
পড়বে জগৎ ছাড়ি গো।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ