ঈদে এসেছে । ইসমাঈল হোসেন দিনাজী

ঈদে এসেছে । ইসমাঈল হোসেন দিনাজী

ছড়া-কবিতা জুন ২০১৯

ঈদ এসেছে ঘরে ঘরে
হাসি খুশির বান,
সবখানে আজ ছড়িয়ে পড়ে
বিলিয়ে দেবার গান।
আকাশকোণে চাঁদ উঠেছে
নাচলো খোকার প্রাণ,
ছড়িয়ে পড়ে শহর গ্রামে
আতর সুবাস ঘ্রাণ।
ভাইয়ের হাসি বোনের খুশি
সীমা যে তার নেই,
ঝগড়া বিবাদ ভুলে সবাই
বন্ধু মুহূর্তেই।

রঙিন জামা জরিন ফিতে
সবার যেন হয়,
সবাই যাতে থাকতে পারে
দুরন্ত নির্ভয়।
ভেদাভেদের দেয়াল ভেঙে
চলরে ছুটে যাই,
কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে
একতারা গান গাই।
সারাবছর ঝগড়া ফ্যাসাদ
যদি ভুলে যাই,
আল্লাহ মহান দিতে পারেন
সুখী সুখদ ঠাঁই।

আকাশভরা তারার মেলা
নীল সবুজের পাল;
সুজন মাঝির মধুর কণ্ঠ
শুনছি চিরকাল।
ঈদের খুশি সবখানে আজ
আনন্দ হৈচৈ,
আমরা সবাই পরস্পরের
বন্ধু হয়ে রই।
ঈদ এসেছে ঈদ এসেছে
দুঃখ ভোলাতে,
দুস্থজনের মাথায় স্নেহের
দু’হাত বোলাতে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ