ঈদ যেন

ঈদ যেন

ছড়া-কবিতা আগস্ট ২০১১

নাহার আহমেদ.....
ঈদ যেন এক প্রজাপতি
পাখ্না মেলে আসে,
সবার হৃদয় মেতে ওঠে
আনন্দ উল্লাসে।
নতুন জামা কাপড় পরে
আতর মাখি গায়,
ক্ষণিক যেন দুঃখ জ্বালা
সবাই ভুলে যায়।
ঈদগাহেতে নামাজ পড়ে
কোলাকুলি শেষে,
জর্দা সেমাই কোরমা পোলাও
খাই যে হেসে হেসে।
রাত হলে যায় ঈদ পালিয়ে
মনটা খারাপ করে,
আসবে ফিরে পরের বছর
আশার পালকি চড়ে।
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ