ঈদ এলোরে

ঈদ এলোরে

ছড়া-কবিতা আগস্ট ২০১২

মুহার্যি মোতালেব..

ঈদ এলোরে ঈদ এলোরে
এলো খুশির দিন,
সাজবে সবাই নতুন সাজে
খুশিতে রঙিন।

পায়েস পোলাও সবাই খাবে
দল বেঁধে ঈদগাহে যাবে
বুকের সাথে বুক মিলাবে
হোক সে দীন ও হীন।

খুশির দিনে আজকে সবাই
দৃপ্ত শপথ নাও,
মনের যতো হিংসা বিভেদ
ঝেড়ে ফেলে দাও।

নিত্য সাথী দুঃখ যাদের
আপন হয়ে যাও গো তাদের
ধন্য হবে জীবন তবে,
হবে সু-সৌখিন।


                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ