ঈদ

ঈদ

ছড়া-কবিতা আগস্ট ২০১২

আবুল হোসেন আজাদ..

শেষ হলো সিয়ামের মাস রমজান
হাসি খুশি আনন্দে ভরে ওঠে প্রাণ।
একফালি বাঁকা চাঁদ আকাশের গায়
উঠ্লো যে সন্ধ্যায় গোধূলি বেলায়।
এই চাঁদ নিয়ে এলো খুশি মাখা ঈদ
তাই রাতে ভুলে গেল খোকা-খুকু নিঁদ।
ঈদ মানে আনন্দ খুশির নূপুর
দূর করে ভেদাভেদ প্রাণে এক সুর।
দু’রাকাত ওয়াজিব ঈদের নামাজ
পড়ব সবাই মিলে ঈদগাহে আজ।
তারপর কোলাকুলি মিলে বুকে বুকে
অন্তর ভরে ওঠে অনাবিল সুখে।

ঈদ মানে গীতিময় আলোকিত ভোর
দুঃখকে জয় করা প্রেমপ্রীতি ডোর।


                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ