ইচ্ছে করে । আবদুল হালীম খাঁ

ইচ্ছে করে । আবদুল হালীম খাঁ

কবিতা অক্টোবর ২০১৯

ইচ্ছে করে চাঁদ হয়ে নীলাকাশে হাসি
চারিদিকে মনের খুশি ছড়াই রাশি রাশি। 
ইচ্ছে করে বনে বনে হই ফুলকলি
মনের কথা সবার কাছে গিয়ে বলি।

ইচ্ছে করে দূরাকাশে চাঁদের কণা হই
সারারাত জেগে জেগে ভাজি তারার খই। 
ইচ্ছে করে পাখি হয়ে বেড়াই উড়ে উড়ে
কেমন এ বিশ্বটা দেখি ঘুরে ঘুরে।

ইচ্ছে করে গান হই- হই তার সুর
সুরের ডানায় উড়ে যাই বহু দূর। 
ইচ্ছে করে সারা বিশ্বে বাঁধি আমার ঘর 
মিলেমিশে বাসকরি সবে পরস্পর।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ