ইচ্ছে

ইচ্ছে

ছড়া-কবিতা ডিসেম্বর ২০১২

রওশন মতিন

অনেক রঙ রঙের বাহার-
রঙধনু আর সূর্যমুখী,
তোমার আমার বন্ধু হয়ে
হ্সাছে দ্যাখ, কত্ত সুখী!

এই যে নদী, বনের পাখি
আকাশ ভরা সূর্য-তারা,
চাঁদের আলোয হাট বসে কার-
ভীড় করে কোন্রূপকথারা!

ইচ্ছে নামের ঘোড়ায় চড়ে
তোমরা কিন্তু কেউ
হতে পারো অমনি পাখি
কিংবা নদীর ঢেউ!

আঁকতে পারো লক্ষ ছবি
আপন মনের দেয়ালে
রঙধনু আর রঙতুলিতে
ইচ্ছে নামের খেয়ালে।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ