আয়রে আমার ছেলেবেলা

আয়রে আমার ছেলেবেলা

ছড়া-কবিতা নূর-ই-ইলাহী মে ২০২৩

গাছ-গাছালির নিবিড় ছায়া বকুল ডালে পাখি, 

আমার গাঁয়ে রৌদ্র ছায়ার নিঝুম মাখামাখি।

কাদামাটির গন্ধ দিয়ে আমার শরীর গড়া, 

রাখাল-কিশোর চাষার জন্য লিখি আমি ছড়া। 

ডাহুক নদীর সাথে আমার ভাব হয়েছে ভাই, 

আমার দেহে দোআঁশ মাটির রঙ ঢেলেছি তাই।

আমি কালো কাদাও কালো, কালো কাজল-বিল,

দূর আকাশের চিলগুলো তো মেঘের মুখের তিল।

স্বপ্ন বোনে চোখ দুটো আজ সুখের সীমানায়,

আয়রে আমার ছেলেবেলা আরেকটি বার আয়!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ