আহা, বেশ বেশ

আহা, বেশ বেশ

ছড়া-কবিতা আসাদ বিন হাফিজ এপ্রিল ২০২৩

আহা, বেশ বেশ বেশ

আলো দিয়ে, ভালো দিয়ে

ভরে দেবো দেশ।


মনের বনে ভোর বিহানে

ফুটবে শত ফুল

ফুলের সুবাস ভেঙে দেবে

মনের যতো ভুল।


আমরা হবো আলোর নকীব

কালো করবো দূর

আলোয় আলোয় ভরে দেবো

পাহাড় সমুদ্দুর।


এদেশ আমার এদেশ তোমার

খাঁটি দেশের মাটি

তরুলতা, বৃক্ষ শাখা

মানুষ হবে খাঁটি।


ভালোবাসার বান ছুটবে

ফুটবে মনের ফুল

ফুল কিশোরী হাসবে, খেলবে

এলিয়ে এলো চুল।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ