আহা ফিলিস্তিন

আহা ফিলিস্তিন

ছড়া-কবিতা জাকির আবু জাফর জানুয়ারি ২০১০

ও দুনিয়ার মানুষ যারা সুখে কাটাও দিন 

একবারও কি ভাবছো কেমন দুঃখী ফিলিস্তিন!

এই পৃথিবীর কারো সাথে নেই আমাদের মিল

আমরা শিশু এই কথাও মানে না ইস্রাইল!


বোমা বারুদ গোলার আগুন বুলেট বৃষ্টি ঝরে 

এর ভেতরে আমরা শিশু বাঁচবো কেমন করে 

কেমন করে শ্বাস নেবো হায় বাতাস বারুদ পোড়া

কেউ হয়েছি অন্ধ বধির কেউবা পঙ্গু খোঁড়া।


তোমরা যারা মুক্ত স্বাধীন বুঝবে না এই জ্বালা

বুঝবে না এই দেশ আমাদের কেমন বন্দিশালা  

তোমরা যখন হেসে খেলে দিন করে দাও পার

আমরা তখন খুঁজতে থাকি বাঁচার অধিকার। 


কিন্তু কেন সেই অধিকার নেই আমাদের আজ

কি ভয়ানক জীবন কাটাই করো কি আন্দাজ!

কি অপরাধ কি দোষ বলো কেন এমন হাল

নিষ্পাপ সব শরীরগুলো রক্তে লালে লাল!


ফুলের মতো কোমল শিশু কি ছিলো তার দোষ

দুধের শিশুর প্রতি কেন এতোটা আক্রোশ!

ছিন্ন ভিন্ন কোমল শরীর রক্তে ভাসা গা

ওরা জালিম ওরা নিঠুর ওরা মানুষ না।


মানুষ হলে কেমন করে ফুল-শিশুদের মারে

হাসপাতালে মারতে বোমা মানুষ কি আর পারে! 

নিষ্ঠুরতার এমন নজির কে দেখেছে আর

হায়! পারি না সইতে এমন নির্মমতার ভার।


কী বেদনা কী যাতনা হায় কি দুখের ঢেউ

ফিলিস্তিনের এই শিশুদের নেইরে বুঝি কেউ!

কোন কারণে গাজার বুকে হচ্ছে শিশু খুন

বুকের ভেতর জাগিয়ে তোলো বিদ্রোহ আগুন। 


কেমন করে রাত কেটে যায় কেমন করে দিন 

আর কেঁদো না আর কেঁদো না আহা ফিলিস্তিন! 

অশ্রু মুছে রক্ত ঝরাও বারুদ রাখো তুমি 

এই মাটি তো তোমার এবং তোমার মাতৃভূমি! 


অত্যাচারীর ভাঙবে দু’হাত কেউ পাবে না পার

ওরা জালিম ওরা তোমার ভূমি দখলদার।

জীবন যখন বুলেট বোমার মৃত্যু কি আর ভয়

শহীদ হবার স্বপ্ন বুকে জীবন করো জয়!

এক শহীদের রক্তে যখন লক্ষ শহীদ ফোটে

মৃত্যু মুখে ঠাঁই দাঁড়িয়ে মুচকি হাসি ঠোঁটে।


আমরা জানি একদিন ঠিক আসবে নতুন দিন 

তাই আমাদের স্বপ্ন এখন মুক্ত ফিলিস্তিন!


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ