আসবে তবে ঈদ

আসবে তবে ঈদ

ছড়া-কবিতা আগস্ট ২০১১

জয়নুল আবেদীন আজাদ...

সাগর-নদী বনবনানী
আকাশ এবং পাহাড়
দোয়েল-কোয়েল টগর-জবা
প্রজাপতির বাহার,
এসব কিছু ভালো লাগে
ভালো লাগে সবার
অন্যকিছু নয়তো এমন
দেখে না কেউ শ’বার।

ভালো লাগে আরো কিছু
যেমন মানুষ সরল
মন্দ লাগে চতুর যারা
ভাবে শুধু গরল,
এই সমাজে ওরাই প্রবল
উগ্র ওদের জিদ
দূর হলে তা আসবে তবে
কাক্সিত সেই ঈদ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ