আল কুরআনের আলো

আল কুরআনের আলো

কুরআনের আলো সেপ্টেম্বর ২০০৯

ঈদ হোক সফলতার চাবিকাঠি

“নিশ্চয়ই সাফল্য লাভ করবে সেই ব্যক্তি, যে সদকা-ফিতর দান করেছে এবং ঈদের নামাজ যথাযথভাবে আদায় করেছে।” (সূরা আ’লা : ১৪-১৫) সুপ্রিয় বন্ধুরা, ঈদ আসে বারবার। ঈদ আসে নানা রঙের পোশাকের সমাহার নিয়ে। ঈদ আসে সফলতার সুসংবাদ নিয়ে। রোজাদার বান্দার জন্য ক্ষমা ও নাজাতের বার্তা নিয়ে ঈদ এলো আবার। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশির সওগাত নিয়ে আমাদের দরজায় কড়া নাড়ছে বহু কাক্সিক্ষত মেহমান- পবিত্র ঈদুল ফিতর। ঈদ হলো আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ ও খুশির দিন। এটা মহান রবের পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত পরিপূর্ণ এক বিশেষ পুরস্কার। সুতরাং আমাদের উচিত ঈদের দিনে মহান রবের বেশি বেশি শুকরিয়া আদায় করা, মেহমানের সাথে সদ্ব্যবহার করা। যারা এর সদ্ব্যবহার করবে তাদের জন্য রয়েছে সফলতা। তাই নিজের সফলতার জন্য সুযোগ মনে করে এ পবিত্র মাসকে কাজে লাগাতে হবে আত্মশুদ্ধির মাস হিসেবে। রবের দরবারে করতে হবে আত্মসমর্পণ। প্রিয় বন্ধুরা, ঈদের দিন সফলতার দিন। এসো আমরা সফলতার দিনকে যথাযথভাবে কাজে লাগাই।
গ্রন্থনায়: আবদুল কুদ্দুস মাখন
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ