আমিই শুধু

আমিই শুধু

ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৩

আল মাহমুদ

ঘুমিয়ে সবাই স্বপ্ন দেখে
রাতে, গভীর রাতে
আমার খোয়াব হাঁটতে থাকে
দীপ্ত আলোর প্রাতে।

পাখিরা সব আহার খোঁজে
মানুষ খোঁজে কাজ,
আমিই একা ভোরের আলোয়
খুলি মেঘের ভাঁজ।

সবুজ পাতার মধ্যে সবাই
লালের ছিটা, ফুল;
হাওয়ার চোটে লাফিয়ে ওঠে
আমার মাথার চুল।

কোথায় ঘোড়া? ঘোড়া তো নেই
স্বপ্নঘোড়ার পা
মেঘের ধুলো ছিটিয়ে ছোটে
নীহারিকার গাঁ।

ফেব্রুয়ারির সকাল বেলায়
বইয়ের গন্ধ শুকে
আমার কেবল মাথা ঘোরায়
কষ্ট বাড়ে বুকে।

তাই দিয়েছি উড়াল আমি
ছড়িয়ে মেঘের পাল,
থাকুক পড়ে পাটিগণিত
শুভঙ্করের চাল।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ