আমার বাড়ি । আমিনুল ইসলাম

আমার বাড়ি । আমিনুল ইসলাম

ছড়া-কবিতা নভেম্বর ২০১৮

অনেক ফাঁকা, একটু বাঁকা

পথের শেষে বাড়ি,

সবুজ লতায় জড়িয়ে থাকা

ঘরটা যে আমারই।

আমার ঘরের টিনের চালে

নানান গানের পাখি,

মনের সুখে জলসা জমায়

মুগ্ধ হয়ে থাকি।

হাসনাহেনা সুবাস বিলায়

জবা ছড়ায় রূপ,

গোলাপ, বেলির গন্ধ অতুল

দারুণ অপরূপ।

একটু দূরে দাঁড়িয়ে আছে

আম কাঁঠালের গাছ,

টলটলে এক পুকুরজুড়ে

সাঁতার কাটে মাছ।

ঝিঁঝিঁ ডাকে, জোনাক জ্বলে

আমার বাড়ি রোজ,

প্রাণ জুড়ানো সেই বাড়িটির

নিতেই হবে খোঁজ।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ