আমার বাংলা ভাষা

আমার বাংলা ভাষা

ছড়া-কবিতা ফেব্রুয়ারি ২০১৩

গাজী এনামুল হক

রক্ত দিয়ে যে নাম লেখা
রাত পেরিয়ে পেলাম দেখা
প্রাণের ভালোবাসাÑ
আমার বাংলা ভাষা।

মায়ের বুকের আদর-সোহাগ
বাবার বুকের রাগ-অনুরাগ
স্বপ্ন মধুর আশাÑ
আমার বাংলা ভাষা।

অবহেলার নিগড় হতে
মুক্তি পাবার যন্ত্রণাতে
যার ছিলো প্রত্যাশাÑ
আমার বাংলা ভাষা।

নীড়হারা এক পাখির মতোন
হাজার বছর পরে এখন
যে পেয়েছে বাসাÑ
আমার বাংলা ভাষা।
                        
আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ